১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এই সফর সাজানো হয়েছে দুটি টেস্ট আর তিনটি টি টোয়েন্টি ম্যাচ দিয়ে। শেষ বার ২০০৭ সালে পাকিস্তান সফর করেছিলো প্রটিয়ারা ।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে যেয়ে সিরিজ খেলার আর সাহস পায়নি দক্ষিণ আফ্রিকা। ২০১০ ও ১৩ সালে আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও পাকিস্তানে খেলা হয়নি প্রটিয়াদের।
২০২১ সালের জানুয়ারির ১৬ তারিখে পাকিস্তান পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সূত্রঃ এসএনপি স্পোর্টস