১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া December 10, 2020 608
১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এই সফর সাজানো হয়েছে দুটি টেস্ট আর তিনটি টি টোয়েন্টি ম্যাচ দিয়ে। শেষ বার ২০০৭ সালে পাকিস্তান সফর করেছিলো প্রটিয়ারা ।


২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে যেয়ে সিরিজ খেলার আর সাহস পায়নি দক্ষিণ আফ্রিকা। ২০১০ ও ১৩ সালে আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও পাকিস্তানে খেলা হয়নি প্রটিয়াদের।


২০২১ সালের জানুয়ারির ১৬ তারিখে পাকিস্তান পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


সূত্রঃ এসএনপি স্পোর্টস