দুবাইয়ে মুমিনুলের সফল অস্ত্রোপচার সম্পন্ন

ক্রিকেট দুনিয়া December 10, 2020 1,260
দুবাইয়ে মুমিনুলের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের আঙ্গুলে সফল অস্ত্রোপচার হয়েছে। বুধবার দুবাইয়ের বুরজিল হাসপাতালে অস্ত্রোপচার করান তিনি। শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।


বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলছিলেন মুমিনুল হক। গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান টাইগারদের টেস্ট অধিনায়ক।


পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয় চোট সারতে অস্ত্রোপচার করাতে হবে। তাই মঙ্গলবার স্ত্রীকে নিয়ে দুবাই যান মুমিনুল। সেখানে বুরজিল হাসপাতালে হয় মুমিনুলের আঙ্গুলের অস্ত্রোপচার।


এ ব্যাপারে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি সহ স্টাটাস দেন মুমিনুল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন।’ এর আগে গত রোববারই দুবাই যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতায় যেতে দেরী হয়।


জানুয়ারিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজের আগেই পুরোপুরি ফিট মুমিনুলকে পাওয়া যাবে, এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার আর খেলা হচ্ছেনা এটি নিশ্চিত।


সূত্রঃ স্পোর্টসজোন২৪