শুরুর দিকে ম্যাড়ম্যাড়ে মনে হলেও আকর্ষণ, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা এই মুহুর্তে সবই বিদ্যমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। টুর্নামেন্টের প্লে-অফ পর্বের চার দল নিশ্চিত করতে অপেক্ষা করতে হবে হয়তো শনিবার ১২ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে আসর যত শেষের দিকে যাচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যের দ্যুতিও তত বাড়ছে। গত মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটি ছিল আসরসেরা, এক ম্যাচে দুই দলের একজন করে (রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ১০৯ আর ফরচুন বরিশালের তরুণ টপঅর্ডার পারভেজ হোসেন ইমন ৪২ বলে ১০০*) সেঞ্চুরি করেছেন।
এই এক ম্যাচে শতরান করে রান তোলায় পেছন থেকে সবার ওপরে চলে এসেছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই তরুণ বাঁহাতি টপ অর্ডারের মোট সংগ্রহ এখন ২৯০। সাত ম্যাচে একটি শতক ও দুটি অর্ধশতকসহ এই রান সংগ্রহ করেছেন শান্ত। গড় ৪১.৪২ আর স্ট্রাইকরেটও বেশ ভাল; ১৫৯.৩৪।
আসরে দুই ফিফটির সাহায্যে গাজী গ্রুপ চট্টগ্রামের এ ওপেনার লিটন দাস ৬ খেলায় ২৫১ রান করে আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরের ২৪০ রান নিয়ে আছেন বরিশাল অধিনাক তামিম ইকবাল।
আর তার ঠিক পেছনেই আছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম, ছয় খেলায় মিস্টার ডিপেন্ডেবলের সংগ্রহ ২৪০ রান।
রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে ১০০ রানের ম্যাচ জেতানো অবিস্মরণীয় ইনিংস সাজানো তরুণ পারভেজ হোসেন ইমন (৬ ম্যাচে ২০৪ রান) উঠে এসেছেন পাঁচ নম্বরে। আরেক সম্ভাবনাময় তরুণ আনিসুল ইসলাম ইমন ১৯৫ রান করে আছেন ছয় নম্বরে।
এছাড়া বেক্সিমকো ঢাকার ইয়াসির আলী রাব্বি (১৭৫ রান) সপ্তম, জেমকন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (৭ ম্যাচে ১৫১) অষ্টম, একই দলের আরিফুল হক (৭ খেলায় ১৪৫ রান) নবম, রাজশাহীর বাঁহাতি মিডল অর্ডার ফজলে মাহমুদ দশ নম্বরে (৭ খেলায় ১৩৯) আর খুলনা জেমকনের বাঁহাতি ইমরুল কায়েস (৭ খেলায় ১৩৮) রয়েছেন ১১ নম্বরে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪