শেষ টি-টোয়েন্টিতে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া December 8, 2020 695
শেষ টি-টোয়েন্টিতে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ১২ রানের ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ ঠেকালো ভারত। বিরাট কোহলি ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি।


অস্ট্রেলিয়ার দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান না করেই ফেরেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। এরপর আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি।


ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ২১ বলে ২৮। এরপর ব্যাটসম্যানদের আসা যাওয়া থাকলেও ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি।


তিনি ৬১ বলে ৮৫ করে আউট হয়ে গেলে জয়ের পথ থেকে ছিটকে যায় ভারত। শার্দুল ঠাকুর, দীপক চাহার শেষ পর্যন্ত চেষ্টা করেও ভারতকে জেতাতে ব্যর্থ হয়েছেন।


অস্ট্রেলিয়ার হয়ে একাই ৩টি উইকেট নিয়েছেন মিচেল সোয়েপসন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, শেন অ্যাবোট, অ্যান্ড্রু টাই এবং অ্যাডাম জাম্পা।


এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তারা দলীয় ১৩ রানে হারায় অধিনায়ক অ্যারন ফিঞ্চের (০) উইকেট। দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ৬৫ রান যোগ করেন ম্যাথু ওয়েড।


স্মিথ ২৪ করে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়েড। তিনি আউট হওয়ার আগে করেন ৫৩ বলে ৮০। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২ টি ছক্কা এবং ৭টি চারে।


এরপর মিডল অর্ডারে ম্যাক্সওয়েলের ঝড়ো ৩৬ বলে ৫৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।


ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর নেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন থাঙ্গারাসু নাটারাজন এবং শার্দুল ঠাকুর।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি