বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন শান্ত

ক্রিকেট দুনিয়া December 8, 2020 656
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন শান্ত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে মুখোমুখি মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার-ছক্কার বৃষ্টিতে এই টুর্নামেন্টে প্রথম শতক হাঁকান এই ওপেনার ব্যাটসম্যান।


আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল দু’দলের জন্যে। এই ম্যাচে যদি রাজশাহী হেরে যায় তাহলে সেরা চারে থাকা নিয়ে শঙ্কায় পড়তে হবে। অন্যদিকে বরিশাল হারলেই বাদ পড়তে হবে। এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় রাজশাহী।


যেখানে আনিসুল হক ইমনকে নিয়ে উড়ন্ত শুরু করেন শান্ত। ১২.১ ওভারে দু’জনে খেলে রান তুলেন ১৩১! যা আসরের সর্বোচ্চ রানের জুটি। যেখানে ৩২ বলে ঝড়ো অর্ধশতক তুলে নেন শান্ত। ফিফটি হাঁকানোর পর আরও চওড়া থাকে শান্তর ব্যাট।


একপর্যায়ে চার-ছক্কার তান্ডবে ৫২ বলে শতক পূর্ণ করেন শান্ত। আর এমন ইনিংস খেলতে তিনি হাঁকান ১০টি ছয় ও ৪টি চার। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০১! বাংলাদেশি হিসেবে তৃতীয় দ্রুততম শতক এটি। এছাড়া দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে দুটো শতকও হাঁকান নাজমুল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪