সিরিজ পরিত্যক্ত ঘোষনা, দেশে ফিরছে ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া December 7, 2020 1,536
সিরিজ পরিত্যক্ত ঘোষনা, দেশে ফিরছে ইংল্যান্ড

ইংল্যান্ড সিরিজের আগমুহূর্তে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচ দুই দিন পেছানোর পরও আজ শেষপর্যন্ত সিরিজ পরিত্যক্ত হয়ে গেল। টিম হোটেলের দুইজন স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


তাদের সংস্পর্শে এসে ইংল্যান্ড দলের দুই সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে পুরো সিরিজই বাতিল হয়ে গেছে। এই অবস্থার প্রেক্ষিতেই রোববার সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত এই সিরিজ স্থগিতের। আর তাই বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ইংল্যান্ড দলের।


রোববার পার্লে প্রথম ওয়ানডে শুরুর মাত্র ৩০ মিনিট আগে আসে ম্যাচ বাতিলের ঘোষণা। শুক্রবার কোভিড-১৯ পরীক্ষায় দুই দলের সবার ফল নেগেটিভ এসেছিল।


এরপর হোটেল স্টাফদের পরীক্ষার ফল পজিটিভ আসায় শনিবার বিকালে ইংল্যান্ড দলের সবাইকে আবারও পরীক্ষা করানো হয়। ধারণা করা হচ্ছে, সবশেষ পরীক্ষায় দুইজনের ফল পজিটিভ আসায় সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।


সূত্রঃ স্পোর্টসজোন২৪