রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বিসিবিতে অনুষ্ঠিত লটারিতে মাশরাফী বিন মোর্ত্তজাকে পায় জেমকন খুলনা। পরবর্তী ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি। খুলনা ছাড়াও তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ঢাকা, বরিশাল ও রাজশাহী। ফলে লটারির সিদ্ধান্ত নেয় বিসিবি।
এদিকে লটারির আগে বিপ টেস্ট (ফিটনেস পরীক্ষা) নেওয়া হয় মাশরাফীর। এ পরীক্ষায় উতরে যাওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে মাঠ মাতাতে আর বাধা নেই না তাঁর।
টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে সোমবারই মিরপুরে অনুশীলনে নামেন মাশরাফী। খুলনার দলীয় অনুশীলন না থাকলেও তিনি করেছেন নিজের উদ্যোগে। সেই লক্ষ্যেই মাঠে আসেন দুপুর ১টার দিকে।
কিছুক্ষণ ওয়ার্মআপ করেন। এরপর পর শুরু করেন বোলিং। শুরুতে অল্প রান আপে বোলিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি ও রানআপ বাড়ান।
প্রসঙ্গত, পাঁচ দলের অংশগ্রহণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে গোড়ালির ইনজুরির কারণে শুরু থেকে খেলতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। - এসএনপি স্পোর্টস