অবশেষে নিউজিল্যান্ড সফরে অনুশীলনের নামার অনুমতি পেয়েছে পাকিস্তান দল। করোনামুক্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিয়ে এখন থেকে অনুশীলন করতে পারবে দলটি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন আনুষ্ঠানিক ছাড়পত্র নিয়ে মাঠে নামার অপেক্ষায় দলটি।
নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই বেশ ভুগতে হচ্ছে পাকিস্তান দলকে। একের পর এক ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে দলটির। ৫৪ সদস্যের বহরে দশ জনের শরীরে মহামারীটির সংক্রমণ পাওয়া গিয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়েছিল নিউজিল্যান্ড। দেশটি বেশ কঠোরই ছিল।
এমন পর্যায়ের গিয়েছিল যেন না খেলেই দেশে ফিরতে হতে পারে পুরো দলকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান বাধ্য হয়ে রীতিমতো কাকুতি-মিনতি করেছিলেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কাছে, কেউ যেন ন্যুনতম স্বাস্থ্যবিধি না ভাঙেন।
নানা শঙ্কার অবশেষে সমস্যার সমাধান কিছুটা হয়েছে। পঞ্চম দফায় সব বারই করোনা নেগেটিভ আসা ৪৪ জন সদস্য পেয়েছেন অনুশীলনে নামার অনুমতি। আগামীকাল মঙ্গলবার থেকে কুইন্সটাউনে অনুশীলনে নামবে দলটি।
তবে এর আগে আজ আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে। আগামী ১৮ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজ।
সূত্রঃ এসএনপি স্পোর্টস