সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া December 7, 2020 602
সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই ম্যাচটিও পরিত্যক্ত হবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।


প্রথমে দু’দিন পিছিয়ে দেয়ার পর গতকাল সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের ঠিক ৩০ মিনিট আগে আসে এই ঘোষণা। হোটেল স্টাফদের দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।


দক্ষিণ আফ্রিকা দলের সব ক্রিকেটারের ফল নেগেটিভ এলেও, ঘোষণা করা হয়নি সফররত ইংল্যান্ড দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল।


আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা ত্যাগের কথা রয়েছে। এর আগে, টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ৩-০’তে হারিয়েছে স্বাগতিকদের। - যমুনা টিভি অনলাইন