নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া December 6, 2020 843
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর বাবর আজমের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।


জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন। জাফর গোহারের বদলে দলে এসেছেন হুসাইন তালাত। এছাড়া রোহাইল নাজিরের বদলে দলে ফিরেছেন সরফরাজ। সেই সাথে অসুস্থতার জন্যে দল থেকে বাদ পড়েছেন ফখর জামান।


প্রসঙ্গত যে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে ২০ ডিসেম্বর ও ২২ ডিসেম্বর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে অকল্যান্ড, হ্যামিল্টন ও নেপিয়ারে।


একনজরে পাকিস্তানের ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা খান, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও উসমান কাদির।


সূত্রঃ অনলাইন