লটারির মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেলেন মাশরাফি

ক্রিকেট দুনিয়া December 6, 2020 1,680
লটারির মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেলেন মাশরাফি

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনায় খেলবেন মাশরাফি বিন মুর্তজা। আজ রবিবার এক লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে তার দল। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে খুব দ্রুত যোগ দেবেন মাশরাফি।


ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তখন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় জাতীয় দলের এই তারকা ক্রিকেটার থাকবেন ফ্রি ক্রিকেটার হিসেবে। মাশরাফি ফিট হওয়ার পর যে কোনো দল চাইলেই তাকে দলে নিতে পারবে।


মাশরাফিকে পেতে এরপর আগ্রহী হয়েছিল চারটি দল। ফরচুন বরিশাল সবার আগে তাকে নিতে বিসিবির কাছে আবেদন করেছিল বলে জানিয়েছে তারা। এরপর জেমকন খুলনা, মিনিস্টার রাজশাহী, বেক্সিমকো ঢাকাও মাশরাফির ব্যাপারে আগ্রহী হয়। তবে লটারিতে মাশরাফিকে পেল খুলনা।


টুর্নামেন্টে খেলার পথে রবিবারই ফিটনেস টেস্ট দিয়েছেন মাশরাফি। সেটিতে পাশ করেছেন বলে নিজেই জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে। এদিন কোভিড-১৯ টেস্টের নমুনাও দিয়েছেন তিনি। সেটির ফল পেলেই দলের সঙ্গে যোগ দেবে বায়ো-সিকিউর বলয়ে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪