করোনার কারণে ২০২০ সালে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান থাকলেও তা আয়োজন করতে পারেনি। শেষ পর্যন্ত এবারের এশিয়া কাপটাকেই বাতিল ঘোষণা করে দেয়। তবে ২০২২ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।
বিষয়টা নিশ্চিত করেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ওয়াসিম খান। তিনি গণমাধ্যমকে জানান, “পরের এশিয়া কাপ জুনে হবে শ্রীলঙ্কায়। আর আমরা ২০২২ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছি।”গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়াসিম খান।
এদিকে ২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসে হামলার পর থেকে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সম্প্রতি আবার পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। জিম্বাবুয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়েছে।
২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই পরিষ্কার জানিয়ে দেয় পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ২০২২ সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে! সেক্ষেত্রে হয়তো আরব আমিরশাহিতে হতে পারে ২০২২ সালে এশিয়া কাপ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪