যেকোন মূল্যে মাশরাফিকে দলে চায় রাজশাহী!

ক্রিকেট দুনিয়া December 5, 2020 779
যেকোন মূল্যে মাশরাফিকে দলে চায় রাজশাহী!

ইনজুরি থেকে মুক্ত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। খেলবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ অংশে। ইতোমধ্যে অনুশীলনেও ফিরেছেন তিনি। এমতাবস্থায় ভক্তদের কৌতুহল, কোন দলের হয়ে মাঠ মাতাবেন সাবেক অধিনায়ক? এর নির্দিষ্ট কোনো উত্তর এখনই দেয়া মুশকিল। কারণ গণমাধ্যমের খবর, বেশ কয়েকটি দল কাড়াকাড়ি করছে এই পেসারকে নিয়ে।


মাশরাফিকে দলে ভেড়াতে আগে থেকেই বেশ আগ্রহ দেখাচ্ছে জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল। এবার তাদের সাথে আগ্রহ দেখিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। যেকোনো মূল্যে দেশ সেরা এই পেসারকে দলে নিতে চায় আশরাফুল-শান্তদের গড়া দলটি।


মাশরাফিকে নিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর টিম ম্যানেজার হান্নান সরকার বলেন, “আমাদের দলের অবস্থা দেখছেন, ভালো শুরুর পর একটা ধাক্কা খেয়েছি। গত তিনটা ম্যাচে আমরা একটু ব্যাকফুটে আছি। মাশরাফি যখন খেলবে তখন যেকোনো দলের জন্যই একটা বিশাল সুযোগ তাকে খেলানোর।”



এদিকে টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ইনজুরিতে পড়া সাইফুদ্দিনকে নিয়ে বড় ধাক্কা খেয়েছে দলটি। এবার তার সাথে মাশরাফিকে বোলিংয়ে দেখতে চায় রাজশাহী। তিনি আরও বলেন, “বড় একটা ধাক্কা খাওয়ার পর সাইফউদ্দিনকে আশা করি পেতে যাচ্ছি। এখন সাথে যদি মাশরাফিও থাকে তাহলে দলের শক্তি অনেক বেড়ে যাবে। বোলিংয়ে সাম্প্রতিক ম্যাচগুলোয় কিছুটা সংগ্রাম করছি।”


“সাইফউদ্দিন, মাশরাফি দুজনকে একসাথে খেলাতে পারলে আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে। একটা বড় বিষয় হচ্ছে- মাশরাফি কী চাচ্ছে? মাশরাফি এমন একজন খেলোয়াড় বা অধিনায়ক যার সাথে আলোচনা না করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। এখানে মাশরাফির মতামতই প্রাধান্য পাবে।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪