শচীনের আরও একটি রেকর্ড ভাঙলো কোহলি

ক্রিকেট দুনিয়া December 2, 2020 1,756
শচীনের আরও একটি রেকর্ড ভাঙলো কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। আজ সিরিজের শেষ ওয়ানডেতে স্বদেশী শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন ভারতের বর্তমান অধিনায়ক।


অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ খেলতে নেমে সবচেয়ে দ্রুততম হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। শচীনের চাইতে ৫৮ ইনিংস কম খেলে এই মাইলফলক ছুঁলেন তিনি। যেখানে সচিনের ৩০০ ইনিংস লেগেছিল এই মাইলফলক স্পর্শ করতে, সেখানে ২৪২ তম ইনিংসেই রেকর্ড গড়লেন। আজ ব্যক্তিগত ২৩ রানের মাথায় এই রেকর্ড গড়েন তিনি।


২০০৩ সালে টেন্ডুলকার ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৩০০তম ইনিংসে। ওয়ানডেতে ১২ হাজারি ক্লাবের ষষ্ঠ সদস্য হলেন কোহলি। যেই ক্লাবে ইনিংসের হিসাবে টেন্ডুলকারের পরে দ্বিতীয় দ্রুততম রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ৩১৪ ইনিংসে ছুঁয়েছিলেন ১২০০০।


৩৩৬ ইনিংসে ১২ হাজার করে তিনে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ক্লাবের অন্য দুই সদস্যও শ্রীলঙ্কান—সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে।


মাইলফলকের ম্যাচে বড় লজ্জা এড়ানোর সামনেও কোহলি। আজ হারলে অজিদের কাছে হোয়াইটওয়াশ হয়ে বড় লজ্জার রেকর্ডে অধিনায়ক হিসেবে নাম লেখাবেন কোহলি। দ্বিতীয় ম্যাচে অবশ্য কোহলি চেষ্টা করেছিলেন ম্যাচ বের করতে। কিন্তু ৩৯০ রান তাড়া করতে নেমে ৮৯ রানে আউট হন কোহলি।


ময়েজেস হেনরিকসের হাতে একটা দুর্দান্ত ক্যাচ দিয়ে ফিরেছিলেন কোহলি। শেষ পর্যন্ত ভারত ম্যাচটি হেরেছিল ৫১ রানে। আজ নিশ্চয়ই মাইলফলকের সাথে জয়টাও চাইবেন কোহলি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪