বাবরকে বড় সুখবর দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

ক্রিকেট দুনিয়া December 1, 2020 1,386
বাবরকে বড় সুখবর দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তানের অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজমের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অর্থ লোপাটের গুরুতর অভিযোগ তুলেছেন এক নারী। দশ বছর প্রেমের পর বাবর তাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ হামিজা মুখতার নামের ঐ তরুণীর।


এমন বিতর্ককে দূরে ঠেলে দিয়ে বাবরকে বড় সুখবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকেই তিন ফরম্যাটে দীর্ঘ মেয়াদে স্থায়ী অধিনায়ক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি।


এ বিষয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, “এহসান মানি (পিসিবি চেয়ারম্যান) এবং আমি (প্রধান নির্বাহী) পিসিবিতে যতদিন আছি, ততদিনই সব ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পালন করে যাবেন বাবর আজম।”


“কারণ, তিনি আমাদের সেরা ব্যাটসম্যান। তরুণ এবং মানসিকভাবে খুবই শক্তিশালী। সে নিজেও চায়, তিন ফরম্যাটেই পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।


এ কারণে, যখন সময় এসেছিল, তখন আজহার আলীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। এখন বাবর আজমের বেড়ে ওঠার সময়। টেস্ট অধিনায়ক হিসেবেও সে নিজেকে বেশ যোগ্য হিসেবে গড়ে তুলবেন আশা করি।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪