ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে মুমিনুলকে

ক্রিকেট দুনিয়া November 30, 2020 594
ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে মুমিনুলকে

‘৩-৪ সপ্তাহের জন্য’ মাঠের বাইরে চলে গেছেন মুমিনুল হক। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি তার আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি।


তার চোট এতটাই গুরুতর যে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে। মুমিনুলের চোট পাওয়া হাড়ে ফ্র্যাকচার ধরা পরেছে। সাধারণ ফ্র্যাকচারের চাইতে একটু জটিল এই চোটের জন্য অপারেশনের বিকল্প নেই।


সর্ব্বোচ্চ দ্রুততার সাথে মুমিনুলের অপারেশন করানো হবে বলে জানা গিয়েছে। তবে আপাতত কোভিড-১৯ মহামারি এবং সময় স্বল্পতার কারণে মুমিনুলের অপারেশন বিদেশে করানো সম্ভব কিনা, সেটা নিশ্চিত নয় বিসিবি।


সূত্রঃ আমাদের সময়