বোলিংয়ে পুরনো ছন্দ ফিরে পেয়েছেন কাটার মাস্টার!

ক্রিকেট দুনিয়া November 29, 2020 945
বোলিংয়ে পুরনো ছন্দ ফিরে পেয়েছেন কাটার মাস্টার!

নিজেকে পুরনো ছন্দে ফিরে পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত অক্টোবরে দীর্ঘদিন পর বিসিবি প্রেসিডেন্ট কাপে দুর্দান্ত বোলিংয়ে পর নতুন করে আলোচনায় আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর নতুন রূপে দেখা যায় মুস্তাফিজকে।


ওই টুর্ণামেন্টে ৪ ম্যাচে তিনি নেন ৮ উইকেট।ওই টুর্ণামেন্টে সবচেয়ে কম ইকোনমিক রেট (৩.৫১) ছিল মুস্তাফিজের। বিসিবি প্রেসিডেন্ট কাপের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ১৪ রানের বিনিময়ে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে বোলিং তান্ডব চালিয়েছে ছিলেন তিনি। ওই ম্যাচে ১৫ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট।


অবশ্য টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে তেমন ভালো বোলিং করতে পারেননি মোস্তাফিজুর রহমান। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ৫৩ রানের বিনিময়ে নিয়েছিলেন একটি উইকেট। তবে ফাইনাল ম্যাচে নিজের পুরনো রূপে ফিরে আসেন মুস্তাফিজ। ৩৬ রানে বিনিময় তুলে নেন ৩ উইকেট।


তবে বিসিবি প্রেসিডেন্ট কাপের থেকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভালো বোলিং করছেন মোস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্টের গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলছেন তিনি। টুর্ণামেন্টে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে তার দল।


আর এই দুই ম্যাচেই বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ১৩ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। এরপর গতকাল জেমকন খুলনায় বিপক্ষে ৫ রানের বিনিময়ে তুলে দেন ৪টি উইকেট।


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সবার ওপরে হচ্ছেন মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৭.১ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময় তুলে দিয়েছেন ৬ টি উইকেট। এই টুর্নামেন্টের মোস্তাফিজুর রহমানের ইকোনমিক রেট ২.৫১। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক কথায় অবিশ্বাস্য।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট