বিশ্বকে সর্বোচ্চ রানের রেকর্ড দেখালো এলপিএল

ক্রিকেট দুনিয়া November 29, 2020 4,877
বিশ্বকে সর্বোচ্চ রানের রেকর্ড দেখালো এলপিএল

৫ ওভারের ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর কতইবা হতে পারে? অনেকেই ভেবে নিতে পারেন ৬০-৭০ এর রান। কিন্তু মাত্র ৩০ বলে ৯৬ রান! এও কি সম্ভব? হ্যা অবশ্যই সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে ৫ ওভারের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বিশ্বকে দেখালো লঙ্কা প্রিমিয়ার লিগ।


শনিবার(২৮ নভেম্বর) লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় কলোম্বো কিংস ও গল গ্ল্যাডিয়েটর্স। এদিন দীর্ঘ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা বাদে মাঠে গড়ায় ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ৫ ওভারে।


গলের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে কলম্বো। কম ওভারের ম্যাচ, তাই ওপেনিংয়েই নেমে পড়েন কলম্বো ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেন।


এরপর আর থামেননি রাসেল। মোহাম্মদ আমিরকে একের পর এক ছক্কা হাঁকিয়ে মাঠ ছাড়া করেন মাসলম্যান। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম আর নিজের সবচেয়ে দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ১৯ বলে ৪ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল। আর তাতেই ৫ ওভারের কোন ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে কলম্বো।


জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫ ওভারে ৬২ রান করতে সক্ষম হয় গল। দলটির হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ওপেনার গুনাথিলাকা। এছাড়া ৬ বলে ১২ রান করে আউট হন আফ্রিদি। ফলে ৩৪ রানে জয় পায় কলম্বো।


সংক্ষিপ্ত স্কোর:

কলম্বো কিংস ৯৬/১(৫)

রাসেল ৬৫(১৯)*, ইভান্স ২১(১০)*

ফার্নান্দো ১/২৬


গল গ্ল্যাডিয়েটর্স ৬২/২(৫)

গুনাথিলাকা ৩০(১৫), আফ্রিদি ১২(৬)

প্রিয়াঞ্জন ১/১।


সূত্রঃ স্পোর্টসজোন২৪