আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এ রেকর্ড গড়েন ফিলিপস।
মাউন্ট ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার গাপটিল ও সেইফার্ট। ৪৯ রানের ওপেনিং জুটির পর সেইফার্ট ফিরলে ভাঙো জুটি। পরের ওভারে ফেরেন গাপটিলও।
৫৩ রানে ২ উইকেট হারার পর মিডল অর্ডারে দলে্ হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ক্যারিবিয়ান বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন ফিলিপস। ঝড়ো ব্যাটিংয়ে কনওয়েকে নিয়ে জুটি গড়ে ২২ বলে তুলে নেন ফিফটি।
এরপর দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগুতে থাকেন ফিলিপস। অপরপ্রান্তে দারুণ ব্যাটিংয়ে কনওয়ে ৩১ বলে তুলে নেন ফিফটি। নিজের অভিষেকের দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের হয়ে ফিফটি পেলেন প্রোটিয়া বংশদ্ভূত এই ক্রিকেটার।
এরই মধ্যে কট্টেলের বিপক্ষে ৮৮ রানে জীবন পান ফিলিপস। হাই ফুলটস লং অনে পোলার্ডের হাতে তালুবন্দি হলেও হাই নো তে জীবন পান। এরপর সুযোগ আর হাতছাড়া করেননি ফিলিপস।
মাত্র ৪৬ বলে ৯ বাউন্ডারি ও ৮ ছক্কায় তুলে নেন নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ৪৭ বলে সেঞ্চুরি করে এ রেকর্ড ছিল মানরোর। শেষ ওভারে ১০৮ রানে আউট হন ফিলিপস। - স্পোর্টসজোন২৪