এবার জরিমানাও গুনতে হচ্ছে কোহলিদের

ক্রিকেট দুনিয়া November 28, 2020 845
এবার জরিমানাও গুনতে হচ্ছে কোহলিদের

গতকাল সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে’তে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ৬৬ রানে হেরেছে ভারত। সেই ক্ষত শুকানোর আগেই কোহলিদের উপর আরেক ঘা। স্লো ওভার রেটের কারনে টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল অজিদের মুখোমুখি হয় কোহলিরা। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে অজিরা। স্টিভেন স্মিথ আর অ্যারন ফিঞ্চের জোড় সেঞ্চুরির সুবাদে ৩৭৪ রানের বড় পুঁজি পায় অষ্ট্রেলিয়া; উইকেট হারায় মোটে ছয়টি।


জবাবে ব্যাট করতে নেমে ধাওয়ান, পান্ডিয়ার ৭৪ ও ৯০ রানের সাথে কোহলির ২১, জাদেজার ২৫, সাইনির ২৯ রানের ছোট প্রতিরোধ যথেষ্ট ছিলো না। তাইতো ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানের বেশি তুলতে পারিনি ওরা; ম্যাচটি কোহলিরা হারে ৬৬ রানে।


ম্যাচ হারের পাশাপাশি আইসিসির স্লো ওভার রেটের ফাঁদেও পড়েন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসির ২.২২ আর্টিকেলে বলা আছে, নিজেদের বোলিংয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি অসম্পন্ন ওভারের জন্য খেলোয়াড়দের প্রত্যেকেই তাদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে বাধ্য থাকবে।


অষ্ট্রেলিয়ার বিপক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি ভারতীয় ক্রিকেটাররা। তাইতো তাদের প্রত্যেকের ময়াচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। দলের অধিনায়ক বিরাট কোহলি স্লো ওভার রেটের বিষয়টি স্বীকার করে নেয়ায় অফিশিয়াল শুনানির প্রয়োজন পড়ছে না।


এদিকে, সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯.৪০ টায় দ্বিতীয় ওয়ানডেতে অজিদের বিপক্ষে মাঠে নামবে কোহলিরা। - স্পোর্টসজোন২৪