অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো ভারত

ক্রিকেট দুনিয়া November 27, 2020 1,038
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো ভারত

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। অজিদের বিপক্ষে বেশ বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির দল। সফরকারীদের ৬৬ রানে হারিয়েছে ক্যাঙ্গারুরা।


প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে শুরুটা দারুন হয় ভারতের। মাত্র ৩২ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান।


ব্যক্তিগত ২২ রানে মৈনাক আগারওয়াল ফিরলে ব্যাট করতে নামেন কোহলি। একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান ২১ রান করে আউট হন। তার পরপর আরো দুই উইকেট হারায় ভারত। ১০১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া।


তবে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া। দুজনের ১২৮ রানের জুটিতে এক পর্যায়ে ম্যাচ জয়ের কক্ষপথে বেশ ভালোভাবেই ছিল ভারত।


ব্যক্তিগত ৭৪ রানে ধাওয়ান আউট হলে ভারতের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। শেষ দিকে হার্দিকের ৯০ রানের ঝড়ো ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে শুধু। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান পর্যন্ত যেতে পারে কোহলির দল।


অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন চার উইকেট। এছাড়া জশ হ্যাজেলউড তিনটি ও মিচেল স্টার্ক একটি উইকেট শিকার করেন। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলপতির সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১৫৬ রান।


মোহাম্মদ শামীর বলে ৬৯ রানে ওয়ার্নার ফিরলে মাঠে নামেন স্মিথ। এরপর দুজনে মিলে একপ্রকার ঝড় বইয়ে দেন ভারতীয় বোলারদের ওপর। ১২৪ বলে ১১৪ করে বুমরাহর বলে সাজঘরে ফেরেন ফিঞ্চ। অন্যদিকে আক্রমণাত্মক স্মিথ সেঞ্চুরি পূরন করেন মাত্র ৬২ বলে। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ১০৫ রান।


এর আগে মাত্র ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৩৭৪ রানে থামে স্বাগতিকরা। ভারতের হয়ে একাই তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া বুমরাহ, নভদীপ সাইনি ও যুবেন্দ্র চাহাল একটি করে উইকেট শিকার করেছেন।


সংক্ষিপ্ত স্কোর:


অষ্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৭৪/৬ (ফিঞ্চ:১১৪, স্মিথ: ১০৫, ওয়ার্নার: ৬৯, ম্যাক্সওয়েল: ৪৫; শামি: ১০-৫৯-৩, বুমরাহ: ১০-৭৩-১, সাইনি: ১০-৮৩-১, চাহাল: ১০-৮৯-১)


ভারত: ৫০ ওভারে ৩০৮/৮ (পান্ডিয়া: ৯০, ধাওয়ান: ৭৪, কোহলি: ২১, জাদেজা:২৫; জাম্পা: ১০-৫৪-৪, হ্যাজেলউড: ১০-৫৫-৩, স্টার্ক: ৯-৬৫-১)


ফল: অষ্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী।


ম্যান অফ দ্যা ম্যাচ: স্টিভেন স্মিথ


সূত্রঃ ডেইলি বাংলাদেশ/ ক্রিকফ্রেন্জি