দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া November 26, 2020 2,630
দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন আশরাফুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। দিনের প্রথম ম্যাচে খুলনাকে হারিয়েছে আশরাফুলের মিনিস্টার গ্রুপ রাজশাহী। তবে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি তিনি। ৯ বলে করেছেন ৫ রান।


কিন্তু দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছেন তিনি। যেখানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন একসময়কার জাতীয় দলের অন্যতম তারকা এই ক্রিকেটার। ৩ চারে ২২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।


এদিন আগে ব্যাট করে মাহমুদউল্লাহর দল ১৪৬ রানের টার্গেট দেয়। জবাবে ১৭.২ বলে জয়ের বন্দরে পৌছে যায় রাজশাহী। ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পায় রাজশাহী। এটি তাদের দ্বিতীয় জয়।


প্রসঙ্গত যে, ড্রাফটে আশরাফুল ছিলেন ৪ লাখ টাকা মূল্যের ‘ডি’ গ্রেডে। সর্বনিম্ন মূল্যের গ্রেডে থাকলেও ড্রাফটের শুরুতেই দল পেয়ে যান আশরাফুল। - স্পোর্টসজোন২৪