আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী-খুলনা

ক্রিকেট দুনিয়া November 25, 2020 1,578
আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী-খুলনা

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে কাল মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। দুদলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। এ ম্যাচেও স্পটলাইটে থাকবেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১ উইকেট পেলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। রাজশাহীর বিপক্ষে স্বরূপে ফিরতে চান সুপার সাকিব।


অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের অভাব টের পায়নি রাজশাহী। দুর্দান্ত ফর্মে আছেন অলরাউন্ডার শেখ মেহেদি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। খুলনার বিপক্ষে মোহাম্মদ আশরাফুল জ্বলে ওঠবেন প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।


সূত্রঃ চ্যানেল ২৪ অনলাইন