৩৬ রানের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহসহ চার প্রতিষ্ঠিত ব্যাটসম্যানকে বিদায় করে দারুণ জয়ের স্বপ্ন দেখছিল ফরচুন বরিশাল। কিন্তু নাটক জমা ছিল শেষ ওভারের জন্য।
জিততে ২২ রান লাগতো জেমকন খুলনার, চারটি ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দিলেন আরিফুল হক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা।
• সংক্ষিপ্ত স্কোর
টস : জেমকন খুলনা
ফরচুন বরিশাল : ১৫২/৯ (২০ ওভার)
ইমন ৫১, হৃদয় ২৭, অঙ্কন ২১, তামিম ১৫
শহিদুল ১৭/৪, শফিউল ২৭/২
জেমকন খুলনা : ১৫৫/৫ (১৯.৫ ওভার)
আরিফুল ৪৮*, জহুরুল ৩১ শামিম ২৬
সুমন ২১/২, তাসকিন ৩৩/২
ফল :জেমকন খুলনা ৪ উইকেটে জয়ী।
সূত্রঃ রাইজিংবিডি/বিডিক্রিকটাইম