দীর্ঘদিন পর ফিরেই বল হাতে দুর্দান্ত সাকিব

ক্রিকেট দুনিয়া November 24, 2020 1,349
দীর্ঘদিন পর ফিরেই বল হাতে দুর্দান্ত সাকিব

দীর্ঘ ৪০৯ দিন পর আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ব্যাট-বলের লড়াইয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে নেমেই পেলেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেলেন উইকেট।


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ সন্ধ্যায় মুখোমুখি হয়েছে জেমকন খুলনা-ফরচুন বরিশাল। এই ম্যাচের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে প্রেসবক্স প্রান্ত থেকে বোলিংয়ে আসেন খুলনার হয়ে খেলা সাকিব। ওই ওভারে আফিফ ও পারভেজ বেশ ভালোভাবেই সামাল দেন তাকে।


প্রথম ওভারে সাকিব খরচ করেন ৩ রান। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট উদযাপন করেন তিনি। স্কয়ার লেগে খেলতে গিয়ে সাকিবের শিকারে পরিণত হন আফিফ। একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটাই তার প্রথম উইকেট।


দীর্ঘদিন পর খেলতে নামায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টির উদ্বোধনী দিনের সব আলো ছিল সাকিবকে ঘিরে। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। আপাতত বল হাতেই দারুণ ছিলেন সাকিব। ৩ ওভার বল করে তিনি দিয়েছেন ১৮ রান। উইকেট নিয়েছেন ১টি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪