ঢাকাকে হারিয়ে শুভসূচনা করলো রাজশাহী

ক্রিকেট দুনিয়া November 24, 2020 2,047
ঢাকাকে হারিয়ে শুভসূচনা করলো রাজশাহী

আন্ডারডগ হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে নেমেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। শুরুটা হলো তাদের দারুণ। মুশফিকুর রহিমের দলকে তারা ২ রানে হারালো প্রথম ম্যাচে।


মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাট করতে নেমে রাজশাহী নুরুল হাসান সোহান ও মেহেদী হাসানের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে ৯ উইকেটে ১৬৯ রান করে। জবাবে মুশফিক ও আকবর আলীর ব্যাটে লড়াই করলেও ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকা।


সংক্ষিপ্ত স্কোরঃ


রাজশাহী-২০ ওভারে ১৬৯/৯ (মেহেদি ৫০) (মুক্তার ৩/২২)


ঢাকা- ২০ ওভারে ১৬৭/৫ (মুশফিক ৪১, আকবর ৩৪, মুক্তার ২৭*, সাব্বির ৫*)


সূত্রঃ রাইজিংবিডি/ ক্রিকফ্রেন্জি