ব্যাট করতে নেমে যতো রান করলেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া November 24, 2020 5,758
ব্যাট করতে নেমে যতো রান করলেন আশরাফুল

বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। টস ভাগ্যে হেরে ব্যাট করছে রাজশাহী। দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন মোহম্মদ আশরাফুল।


তবে ব্যাট করতে নেমে ভক্তদের আস্থার প্রতিদান দিয়ে পারেননি আশরাফুল। ৯ বল খেলে মাত্র ৫ রান করে মুক্তার আলির বলে নাইমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই তারকা ক্রিকেটার।


বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি।


মিনিস্টার গ্রুপ রাজশাহী

মােহাম্মদ আশরাফুল , ফরহাদ রেজা , আরাফাত সানি , ফজলে মাহমুদ রাব্বি , কাজী নুরুল হাসান সােহান ( উইকেটরক্ষক ) , রনি তালুকদার , নাজমুল হােসেন শান্ত ( অধিনায়ক ) , শেখ মেহেদী হাসান , এবাদত হােসেন , মুকিদুল ইসলাম মুগ্ধ , আনিসুল ইমন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪