আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বড় ধাক্কা খেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্ট শুরুর মাত্র দুদিন আগেই ইনজুরিতে পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই অলরাউন্ডার রবিবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েছেন।
এর ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র। আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে রাজশাহী।
আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলগুলো। রবিবার চলছিল দ্বিতীয় দিনের অনুশীলন। আর এদিন সকাল বেলা দলের অন্য সতীর্থ্যদের সঙ্গে ফুটবল খেলতে গিতেই অনাকাঙ্ক্ষিত এই চোটে পড়েন সাইফউদ্দিন।
চোট পাওয়ার পর দুজনের কাঁধে ভর করে মাঠ ছাড়েন তিনি। কিছুক্ষণ পর তাঁকে ক্রেচে ভর করে চলাফেরা করতে দেখা যায় তাঁকে। যদিও তাঁর চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। তবে সোমবার তাঁকে বিশ্রামে রাখা হয়। এদিন অনুশীলনে আসেননি এই অলরাউন্ডার।
কোনো কারণে ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে বেশ ভালোভাবেই ভুগতে হবে দলটিকে। কারণ দলে তেমন কোন বড় তারকা নেই। নিজেদের প্রথম ডাকে মাহমুদউল্লাহকে না নিয়ে সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি