বিস্ফোরক ব্যাটসম্যানের তকমা নিয়েই জাতীয় দলে এসেছিলেন সাব্বির রহমান। নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সময়ে ধীরে ধীরে জাতীয় দল থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। বাজে পারফরম্যান্সের জন্যে বারবার দলে আসা-যাওয়ার দৌড়ে আছেন তিনি।
তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দল পেয়েছেন সাব্বির। বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। আর এই টুর্নামেন্টেই নিজেকে প্রমাণের পালা। সেজন্য দলের প্রয়োজনে ব্যাট হাতে ওপেন করতে পারবেন বলে জানিয়েছেন সাব্বির।
আজ ২২ নভেম্বর সাব্বির ওপেন করতে নামা নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘টিম যেখানে চাইবে আমাকে- ওপেন, ওয়ান ডাউন বা ছয়-সাতে যেখানে চাইবে ব্যাটিং করতে রাজি আমি।’
সেই সাথে নিজেকে আরও উপরে তুলতে চান সাব্বির। তিনি আরও বলেন, ‘ ডেফিনেটলি আরও এক লেভেল বাড়াতে হবে আমাকে। ঘরোয়া ক্রিকেটে ৩০-৪০ বা ৬০-৭০ রানে আউট হয়ে যাই। হয়তোবা এখানে সেঞ্চুরি করলে আমার লেভেলটা বাড়বে।’
সূত্রঃ আমাদের সময়