করোনা উদ্বেগের মাঝেও ডনের দেশে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দেশের বাইশ গজে ব্যাট-বলের ব্যাটেল দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তারা যে কতটা উদগ্রীব তার প্রমাণ মিলল ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রিতে।
২৪ ঘণ্টাতেই শেষ হয়ে গেল পাঁচটি ম্যাচের টিকিট। অবশিষ্ট এক ম্যাচের টিকিট দ্রæত শেষ হয়ে যাবে বলে আশা করছেন। সিডনিতে প্রথম একদিনের ম্যাচের কিছু টিকিট এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে। ২৭ নভেম্বর একদিনের সিরিজের প্রথম ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
এমনিতেই করোনা আবহে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে সীমিত সংখ্যক আসন বরাদ্দ করা হয়েছে দর্শকদের জন্য। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে তাই ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং ক্যানবেরার মানুকা ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
স্টেডিয়ামের ৫০ শতাংশ আসন দর্শকদের জন্য বরাদ্দ। প্রথম একদিনের ম্যাচ বাদ দিয়ে বাকি দুটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের টিকিট ২৪ ঘণ্টার মধ্যে শেষ বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। – জি নিউজ/ ক্রিকইনফো/আমাদের সময়