করোনা পরিক্ষায় পাস করলো চার দলের সকল খেলোয়াড়

ক্রিকেট দুনিয়া November 21, 2020 503
করোনা পরিক্ষায় পাস করলো চার দলের সকল খেলোয়াড়

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের আগে সব দলের ক্রিকেটারদের ক’রোনা পরীক্ষা করা হয়েছে। এতে চার দলের সব ক্রিকেটার করোনামুক্ত বলে জানা গেছে। তবে গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ক’রোনা আক্রান্ত বলে জানা গেছে।


শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমীতে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, জেমকন খুলনা এবং মিনিস্টার রাজশাহীর সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে।


শনিবার (২১ নভেম্বর) থেকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য অনুশীলন শুরু করবে দলগুলো। এর ফলে স্বস্তি নিয়ে মাঠে ফিরতে পারছে ঢাকা, বরিশাল, খুলনা এবং রাজশাহী।


এদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে দেশে ফিরে বিশেষ ব্যবস্থায় ক’রোনা পরীক্ষা করিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরীক্ষার ফল নেগেটিভ আসে তার। তবে পাকিস্তান থেকে ফিরেছেন বলে নিয়ম মেনে বাসায় আইসোলেশনে আছেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪