যে কারনে বিগ ব্যাশে আর খেলতে পারবেন না সাকিব!

ক্রিকেট দুনিয়া November 21, 2020 537
যে কারনে বিগ ব্যাশে আর খেলতে পারবেন না সাকিব!

এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে সাকিব আল হাসানের অপেক্ষা ক্রিকেটে ফেরার। জাতীয় দলের খেলা না থাকায় যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে সমস্যা নেই সাকিবের। তবে ব্যতিক্রম ক্রিকেট অস্ট্রেলিয়া তথা বিগ ব্যাশ।


তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময়ে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের একটি দল তাকে নেয়ার জন্য অফার করে। কিন্তু সেটি আঁটকে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশ বিভাগ।


বিগ ব্যাশে কোন খেলোয়াড়কে দলে নিতে হলে সবার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশের ছাড়পত্র দরকার হয়। সাকিব সেটি পাননি।


তাই অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশের দরজা আপাতত বন্ধই রয়েছে এই বিশ্বসেরা অল-রাউন্ডারের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশ বিভাগ সাকিবকে বিগ ব্যাশে খেলাতে আপত্তি জানিয়েছে। এমনটাই জানিয়েছে অস্ট্রেলীয় গণমাধ্যম।


নীতি অনুযায়ী শাস্তি পাওয়া ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলতে অনুমতি দেয় না ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগ। তিনবার জুয়াড়ির প্রস্তাব পাওয়া সাকিব এসব গোপন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। সেটাই বিগ ব্যাশের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সাকিবের।


সূত্রঃ আরটিভি অনলাইন