গত ৯ নভেম্বর নমুনা পরিক্ষা দিয়ে পরের দিন পজিটিভ ফলাফল পান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক, এরপর থেকেই আইসোলেশনে আছেন মুমিনুল হক সৌরভ। অবশেষে করোনা মুক্ত হয়েছেন তিনি, সর্বশেষ পরিক্ষায় মুমিনুলের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মেলেনি।
মুমিনুল হকের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, “সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফলে মুমিনুলের দেহে ভাইরাসের উপস্থিতি মেলেনি, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরু থেকেই তাই খেলতে পারবেন তিনি।”
মুমিনুল হকের পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন তার স্ত্রীও। তিনিও একই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জেনেছিলেন, অবশেষে একই দিনে করোনা মুক্তও হলেন দুজনেই।
করোনা ভাইরাসে আক্রান্ত থাকলেও গত ১২ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেতে সমস্যা হয়নি মুমিনুল হকের, কবে খেলতে পারবেন সেটা নিয়ে অনিশ্চয়তা থাকলেও গাজী গ্রুপ চট্টগ্রাম তাকে দলে নিয়েছে।
টুর্নামেন্টের শুরু থেকেই মুমিনুলকে দলে পাচ্ছে চট্টগ্রাম, ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হলেও গাজী গ্রুপ চট্টগ্রামের মাঠের লড়াই শুরু হবে ২৬ নভেম্বর, টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। - ডেইলি স্পোর্টস বিডি