চূড়ান্ত হয়ে গেল আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের অধিনায়কের নাম। বুধবার পর্যন্ত জানা গিয়েছিল চার দলের অধিনায়কের নাম। আজ (বৃহস্পতিবার) শেষ দল হিসেবে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
অধিনায়ক হিসেবে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে রাজশাহী। সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করে নিজ দলকে রানার্সআপ করেছিলেন শান্ত।
এর আগে বুধবার সকালে বেক্সিমকো ঢাকার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল তাদের নেতৃত্বভার থাকবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের কাঁধে। পরে রাতে গাজী গ্রুপ চট্টগ্রাম অধিনায়ক হিসেবে জানিয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের নাম।
সবার আগে অধিনায়ক নির্বাচনের ঝামেলা সেরেছে জেমকন খুলনা। একই দলে দুই এ গ্রেডের খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকায়, তাদের অধিনায়ক কে হবে?- তা নিয়ে কৌতূহল ছিল সবার। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।
এছাড়া টুর্নামেন্টের আরেক দল ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন বাঁহাতি ওপেনার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এদিকে পাঁচ দলের কোচ ঠিক করা হয়েছে আরও আগে। তাহলের ঢাকায় খালেদ মাহমুদ সুজন, চট্টগ্রামে মোহাম্মদ সালাউদ্দিন, খুলনায় মিজানুর রহমান, রাজশাহীতে সরওয়ার ইমরান ও বরিশালের প্রধান কোচ সোহেল ইসলাম।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল লড়বে জেমকন খুলনার বিপক্ষে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪