বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দিনক্ষণ চূড়ান্ত

ক্রিকেট দুনিয়া November 17, 2020 2,552
বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দিনক্ষণ চূড়ান্ত

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ জানুয়ারিতে বাংলাদেশের উদ্দেশ্য বিমান ধরবেন ক্যারিবীয় দল। করোনা পরবর্তী এই সিরিজ হবে বাংলাদেশর প্রথম আন্তর্জাতিক সিরিজ।


যদিও উন্ডিজদের কোয়ারেন্টিনের সনয়, অনুশীলন অথবা একটা টেস্টে কমানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুতে হবে সব ম্যাচ। ভবিষ্যতের জন্য এই সিরিজ সফলভাবে আয়োজন করতে চায় বিসিবি।


এ বিষয়ে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানান, “আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ইম্প্রেশন-টা ভাল হওয়া চাই। যাতে অন্যদেশগুলোও বাংলাদেশে নিশ্চিন্তে আসতে পারে। বিসিবি টি-টোয়েন্টি কাপ দিয়ে সেই মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে চায়। পাঁচ দলের টুর্নামেন্টের সুরক্ষানীতি নিয়ে থাকছে কঠোর।”


করোনাকালে ক্রিকেটে সবচেয়ে বেশি সরব ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সফরে গিয়ে তারাই প্রথম ভাঙে ক’রোনা বাধা। এখন রয়েছে নিউজিল্যান্ডে। সেখানে খেলা শেষ করতে না করতে আসবে বাংলাদেশে।


ধকলের সাথে করোনা সতর্কতায় সে কারনে একটা টেস্ট কম খেলার প্রস্তাব দিয়ে রেখেছে উইন্ডিজ বোর্ড। যদিও এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। - স্পোর্টসজোন২৪