ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তিতে বিগ ব্যাশে দল পেলেন না সাকিব

ক্রিকেট দুনিয়া November 16, 2020 3,921
ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তিতে বিগ ব্যাশে দল পেলেন না সাকিব

আপত্তির মুখে বিগ ব্যাশ লিগে দল পাওয়া হল না বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের। বিগ ব্যাশের একটি দল সাকিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চাইলেও সাকিবের সদ্য সমাপ্ত নিষেধাজ্ঞার কারণে নিষেধাজ্ঞা পরবর্তী সময়েও তাতে আপত্তি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনটেগ্রিটি বিভাগ।


জুয়াড়ির ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপন করায় সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এর মধ্যে এক বছর ছিল ‘শর্তসাপেক্ষে’ স্থগিত নিষেধাজ্ঞা। সাকিবের নির্বাসন তাই শেষ হয়ে গেছে গত ২৯ অক্টোবর। এরপর আর ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে বাধা নেই তার।


এরই ধারাবাহিকতায় সাকিবকে দলে নিতে চেয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনটেগ্রিটি বিভাগ এতে আপত্তি জানায়। বিগ ব্যাশে বিদেশি ক্রিকেটারদের দলে নিতে হলে ইনটেগ্রিটি বিভাগের অনুমতি নিতে হয়। আপত্তির মুখে সাকিবকে আর স্কোয়াডে ভেড়াতে পারেনি দলটি।


সূত্রঃ বিডিক্রিকটাইম