অবশেষে ব্যাট-বল হাতে মাঠে ফিরলেন সাকিব

ক্রিকেট দুনিয়া November 15, 2020 1,507
অবশেষে ব্যাট-বল হাতে মাঠে ফিরলেন সাকিব

ব্যক্তিগত উদ্দ্যোগে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। রোববার (১৫ নভেম্বর) সাকিবের এই ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে বেশ কিছুক্ষণ সামলেছেন তাসকিন ও সাইফুদ্দিনের বল। এর পরে ছোট রানআপ নিয়ে বোলিংও করেছেন কিছুক্ষণ।


তাসকিন-সাইফউদ্দিন ছাড়াও চার পেসার শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানার বিপক্ষে ব্যাট করেছেন সাকিব। আজকের (১৫ নভেম্বর) এই নেট সেশনে মেন্টর হিসেবে ছিলেন কোচ সালাউদ্দিন।


প্রায় এক ঘণ্টার ব্যাটিং অনুশীলন শেষে খানিক বিশ্রামের পর বল হাতে তুলে নেন সাকিব। ফাঁকা নেটে হাত ঘোরান রানআপ ছাড়াই। বোলিং ড্রিল খুব বেশিক্ষণ করেননি টাইগার অলরাউন্ডার। - আমাদের সময়