করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

দেশের খবর November 15, 2020 1,599
করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৩৭ জন আক্রান্ত হয়েছে।


দেশে মোট চার লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬৯৩ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হলো।


আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৬ টি ল্যাবে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়।


এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার তিনটি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৪১ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


সূত্রঃ এনটিভি অনলাইন