শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানী ছাড়াও সাভার, গাজীপুর, খুলনা, ঝিনাইদহ, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার. লক্ষ্মিপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয় ভূমিকম্প।
ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫ ।
ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন । অনেকে ভয় ও আতঙ্কের কথা জানিয়েছেন ।
এর আগে ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। চলতি বছরে এখন পর্যন্ত ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে দেশে।