ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই বর্ডার-গাভাস্কার ট্রফির এই দলে চমক হিসেবে আছে পাঁচ নতুন মুখ।
তারা হচ্ছেন– টপঅর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি, স্পিনিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, লেগস্পিনার মিচেল সুইপসন এবং দুই পেস বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার ও শন অ্যাবট।
চলতি শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্সের সুবাদেই তারা সুযোগ পেয়েছেন। যেখানে পুকোভস্কির কথা না বললেই নয়। যেখানে দুই ম্যাচেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। মাত্র ৩ ইনিংসে ২৪৭.৫০ গড়ে করেছেন ৪৯৫ রান।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
শন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, টিম পেইন, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।
সূত্রঃ স্পোর্টসজোন২৪