কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবি ভারতীয়দের

ক্রিকেট দুনিয়া November 11, 2020 2,071
কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবি ভারতীয়দের

আইপিএলে পঞ্চমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বগুণে ভারতীয় ক্রিকেট ভক্তরা বিমহিত। তারা আবারও আওয়াজ তুলেছেন ভারতীয় দল থেকে বিরাট কোহলির পরিবর্তে রোহিতকে অধিনায়ক করার জন্য। কেউ সেটা নম্র সুরে বলেছেন, কেউবা আক্রমণাত্মক হয়ে।


কোহলিকে সেরা ব্যাটসম্যান বলে দাবি করেন ভারতীয়রা কিন্তু সেরা অধিনায়ক হিসাবে মানতে পারেন না তারা। সেরা অধিনায়ক হিসাবে ৫ বার আইপিএল জয়ী রোহিতকেই সবার ওপরে রেখেছেন। কেউ কেউ আবার দাবি করেছেন অন্তত রঙিন পোশাকের অধিনায়কত্বের দায়িত্ব যেন এবার রোহিতের হাতে তুলে দেওয়া হয়।- ক্রিকইনফো


কোহলি অধিনায়ক থাকাকালীন ভারত বড় কোনো ট্রফি জিততে পারবে না- এমন মন্তব্যও করেছেন তারা। কেউ বা আবার কোহলিকে উল্লেখ করে বলেছেন, অধিনায়কত্বের ব্যাপারে রোহিতের কাছে কিছু শিখতে। তারা সবাই বিসিসিআইয়ের কাছে জোর দাবি করেছেন রোহিতকে অধিনায়ক বানানোর জন্য।- বিডিক্রিকটাইম