দেখে নিন ফাইনালে শেষে কে কত টাকার পুরষ্কার পেলেন…

ক্রিকেট দুনিয়া November 11, 2020 4,149
দেখে নিন ফাইনালে শেষে কে কত টাকার পুরষ্কার পেলেন…

ক’রোনাভাইরাসের কারণে এবারের আইপিএল আয়োজিত হযেছে সংযুক্ত আরব আমিরাতে। টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ক্রিকেটে যেখানে উপচে পড়ে দর্শক, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সেই গ্যালারিই রাখা হচ্ছে ফাঁকা। কিন্তু সব কিছুর মধ্যেও ক্রিকেটের এই টুর্নামেন্টে টাকার ঝনঝনানি কমেনি একটুও।


কেননা এবার আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শুধু ফাইনাল ম্যাচেই দেয়া হয়েছে ৫১ কোটি ৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫৮ কোটি টাকা) অর্থ পুরস্কার। সর্বমোট ১৩ টি ক্যাটাগরিতে ব্যক্তিগত ও দলীয়ভবে দেওয়া হয়েছে এই পুরস্কার।


• একনজরে দেখে নেওয়া যাক কে কত টাকার পুরস্কার পেলেন:-


ম্যান অব দ্য ফাইনাল – ট্রেন্ট বোল্ট (৫ লাখ রুপি)

ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন – দেবদূত পাড্ডিকাল (১০ লাখ রুপি)

ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন – জোফরা আর্চার (১০ লাখ রুপি)

গেমচেঞ্জার অব দ্য সিজন – লোকেশ রাহুল (১০ লাখ রুপি)

সুপারস্ট্রাইকার অব দ্য সিজন – কাইরন পোলার্ড (১০ লাখ রুপি)

সর্বোচ্চ ছক্কা – ইশান কিশান (১০ লাখ রুপি)

পাওয়ারপ্লেয়ার অব দ্য সিজন – ট্রেন্ট বোল্ট (১০ লাখ রুপি)

পার্পল ক্যাপ উইনার – কাগিসো রাবাদা (১০ লাখ রুপি)

অরেঞ্জ ক্যাপ উইনার – লোকেশ রাহুল (১০ লাখ রুপি)

ফেয়ারপ্লে এওয়ার্ড – মুম্বাই ইন্ডিয়ানস (অর্থ পুরস্কার নেই)

চতুর্থ স্থান – রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)

তৃতীয় স্থান – সানরাইজার্স হায়দরাবাদ (৮.৭৫ কোটি রুপি)

রানার্সআপ – দিল্লি ক্যাপিট্যালস (১২.৫০ কোটি রুপি)

চ্যাম্পিয়ন – মুম্বাই ইন্ডিয়ানস (২০ কোটি রুপি)


সূত্রঃ স্পোর্টসজোন২৪