২০২০ আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটের সহজ জয়ে রেকর্ড পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ট্রেন্ট বোল্টদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়েছেন রোহিত শর্মা – ইশান কিশানরা।
দিল্লির দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন কুইন্টন ডি কক, রোহিত শর্মার সাথে ২৫ বলে ৪৫ রানের জুটি গড়ে ১২ বলে ৩ চার ও ১ ছয়ে ২০ রান করে আউট হন ডি কক। সূর্যকুমার যাদবকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন রোহিত, ২০ বলে ১৯ রান করে আউট হন সূর্যকুমার।
দিনটাই যেন ছিল মুম্বাইয়ের, ব্যাট হাতে দুরন্ত ছিলেন টুর্নামেন্টে দারুণ পারফর্মেন্স দেখানো ইশান কিশানও। তৃতীয় উইকেটে রোহিতের সাথে ৪৭ রান যোগ করেন তিনি, ফিফটি পাওয়া রোহিত দলের জয় নিশ্চিত করে ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করে ফিরেন।
৯ রান করে কাইরন পোলার্ড ও ৩ রানে হার্দিক পান্ডিয়া ফিরলেও জয় নিয়েই মাঠ ছাড়েন ইশান কিশান, ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে ফাইনালের চাপ থেকে মুক্ত থাকতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ার, তবে সেই সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতে পারেননি দিল্লির টপ অর্ডার। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক হয়ে ফিরেন মারকাস স্টয়নিস, ট্রেন্ট বোল্টের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আজিঙ্কা রাহানেও।
তবে দিল্লি সবচেয়ে বড় ধাক্কা খায় দলীয় ২২ রানে জায়ান্ত যাদবের বলে শেখর ধাওয়ান ফিরে গেলে, তবে এদিন শ্রেয়াস আয়ারের পাশাপাশি দায়িত্ব বুঝে নেন রিশাভ প্যান্টও। চতুর্থ উইকেটে দুজনে ৯৬ রান যোগ করে লড়াকু সংগ্রহের সম্ভাবনা তৈরি করেন, তবে ৩৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৫৬ রান করা প্যান্টের বিদায়ে লক্ষ্যচ্যুত হয় দিল্লি ক্যাপিটালস।
রিশাভ প্যান্টের বিদায়ের পর শ্রেয়াস আয়ারও ফিফটি তুলে নিলেও পরিস্থিতির দাবী মেটানো ব্যাটিং করতে পারেননি। বাঁকিরাও আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান তোলে দিল্লি, আয়ার ৫০ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৫ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৩০ রান দিয়ে ৩ ও ২৯ রান দিয়ে ২ উইকেট নেন নাথান কুল্টার-নেইল, ১ উইকেট পেয়েছেন জায়ান্ত যাদব।
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি ক্যাপিটালস ১৫৬/৭ (শ্রেয়াস আয়ার ৬৫*, রিশাভ প্যান্ট ৫৬, শেখর ধাওয়ান ১৫, আক্সার প্যাটেল ৯, ট্রেন্ট বোল্ট ৩/৩০, নাথান কুল্টার-নেইল ২/২৯, জায়ান্ত যাদব ১/২৫)।
মুম্বাই ইন্ডিয়ানস ১৫৭/৫, ১৮.৪ ওভার; (রোহিত শর্মা ৬৮, ইশান কিশান ৩৩*, কুইন্টন ডি কক ২০, সূর্যকুমার যাদব ১৯, অ্যানরিখ নরৎজে ২/২৫, মারকাস স্টয়নিস ১/২৩, কাগিসো রাবাদা ১/৩২)।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি