একাধিক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত

ক্রিকেট দুনিয়া November 10, 2020 1,399
একাধিক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হতে না হতেই অস্ট্রেলিয়া সফরের জন্য তড়িঘড়ি শুরু করে দেয় বিসিসিআই। সেই লক্ষ্যে আগেভাগে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দলও ঘোষণা করে তারা। দল নিয়ে জলঘোলাও কম হয়নি।


আইপিএলে সূর্য কুমার যাদবের অসাধারণ পারফরম্যান্সের পরেও উপেক্ষিত থাকা নিয়ে বিসিসিআইয়ের নির্বাচকদের সমালোচনায় মেতেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা।


সামান্য ইঞ্জুরির কারণে বাদ দেয়া হয়েছিল রোহিত শর্মাকেও। আইপিএলের শেষের দিকে এসে স্কোয়াডের তাই তারা এনেছে একাধিক পরিবর্তন। অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত শর্মা। এছাড়াও দল থেকে ছিটকে গেছেন বরুণ চক্রবর্তী।


জানুয়ারীতে প্রথমবার বাবা হতে যাচ্ছেন কোহলি। ফলে চার ম্যাচের টেস্ট সিরিজের পরের তিনটি টেস্ট খেলতে পারবেন না তিনি। কোহলির পরিবর্তে তাই ওই ৩ টি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে রোহিত শর্মা। এছাড়াও ইঞ্জুরি থেকে ফিরলে ভারতের টেস্ট দলে যুক্ত হবেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।


টেস্ট দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহারও অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তাকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।


ইঞ্জুরি থেকে রিকভারি করতে পারলে পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে তারা। এছাড়াও ফিটনেস ঠিক না থাকায় টেস্ট স্কোয়াডের স্ট্যান্ডবাই বোলার কামলেশ নাগারকোটিও যেতে পারছেন না অস্ট্রেলিয়া।


ওয়ানডে সিরিজের দলে উইকেট কিপার ব্যাটসম্যান লোকেশ রাহুলের পাশাপাশি অতিরিক্ত উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছেন রাজস্থানের হয়ে চলতি আইপিএলের দারুণ করা সাঞ্জু স্যামসন।


কাঁধের ইঞ্জুরিতে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছেন কলকাতার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তার স্থলে ডাক পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ডেথ স্পেশালিস্ট পেসার নাটারাজান।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি