পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে আজ পাকিস্তান যাচ্ছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালক। আজ সকাল ১০টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন দেশসেরা ওপেনার।
পিএসএল খেলতে উড়াল দেওয়ার কথা ছিল টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও। কিন্তু দেশ ত্যাগেন একদিন আগে ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াদ। যেকারনে যাওয়া হয়নি তার। ফলে একাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম।
তামিম খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। ক’রোনায় আক্রান্ত মাহমুদউল্লাহর খেলার কথা ছিল মুলতান সুলতানসে। মার্চে ক’রোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। স্থগিত হওয়ার আগে লিগ পর্বের সব ম্যাচ শেষ হয়েছিল।
বাকি ছিল প্লে-অফের লড়াই। নতুন সূচিতে ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর তামিমের লাহোর প্রথম এলিমিনেটরে খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচ জিতলে ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর বাধা টপকে ফাইনালে জায়গা করতে নিতে হবে তামিমদের। অর্থাৎ একটি থেকে তিনটি ম্যাচ খেলার সুযোগ হতে পারে তামিমের।
শুরুতে এবারের পিএসএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিলেন না। মূলত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের কারণে বাংলাদেশি কোনো ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি পিসিবি।
ক’রোনা পরবর্তী সময়ে প্লে-অফ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে লাহোর দলে ভিড়িয়েছে তামিমকে। মাঠে নামতে উন্মুখ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘পিএসএলে নামতে উন্মুখ হয়ে আছি। লাহোর কালান্দার্সের এবারের পথচলা দারুণ। এ বছর শিরোপা জিততে আমি আমার দলকে সাহায্য করতে চাই। ’
সূত্রঃ স্পোর্টসজোন২৪