যে চ্যানেলে সরাসরি দেখা যাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ক্রিকেট দুনিয়া November 9, 2020 2,186
যে চ্যানেলে সরাসরি দেখা যাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

আসন্ন বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে সরাসরি দেখতে পারবেন ভক্তরা। কর্পোরেট এই টি-২০ লিগের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দেশে চালু হওয়া ক্রীড়াভিত্তিক নতুন টিভি চ্যানেল টি-স্পোর্টস। ভক্ত সমর্থকরা সরাসরি দেখতে পারবেন নতুন এই টিভি চ্যানেলে।


পাঁচদল নিয়ে নভেম্বরের শেষ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। সেগুলো হলো-ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।


বিসিবির সূত্র অনুযায়ী আগামী ২২ নভেম্বর শুরু হতে পারে এই পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফটও। প্লেয়ার্স ড্রাফটে ১৬০ ক্রিকেটারের তালিকা প্রস্তুত করেছে বিসিবি।


এদিকে টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে গত পরুশু রাতে ঢাকায় ফিরেছেন লাল সবুজের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের শুরু থেকে থাকছেন না দেশের আরেক নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মুর্ত্তজা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪