নিষেধাজ্ঞা মুক্ত হয়ে দীর্ঘ ৩৭৬ দিন পর আবারো মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ আজ ফিরলেন টাইগার সুপারস্টার সাকিব আল হাসান। সবশেষ সব শেষ গেল বছরের ২৯ অক্টোবর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন সাকিব।
নিষেধাজ্ঞার খড়গ মুক্ত সাকিবকে বরণ করতে আজ সকাল থেকেই অপেক্ষায় তৃষ্ণার্ত স্টেডিয়াম ও সাংবাদিকরা। শেষ হলো সেই প্রতীক্ষাও। ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৯টা ছুঁইছুই। মিরপুরের মাঠে সাকিব আসেন। বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের আগমন।
সবার আগেই দেশসেরা অলরাউন্ডার সকাল সাড়ে ৮ টার দিকে মিরপুরে ইনডোরে মুশফিকের সাথে আসেন। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান তিনি।
মিরপুর স্টেডিয়ামের ইনডোরে আজ সকাল ৯টায় শুরু হয়েছে ফিটনেস টেস্ট। এদিন মোট ৮০ জন টেস্ট দিবেন। মঙ্গলবার ৩৩ জন অংশ নিবেন। স্বাস্থ্যবিধি মেনে, মাস্কসহ ক্রিকেটারদের নিজ নিজ টেস্টের ৩০ মিনিট আগে রিপোর্ট করতে হবে। ফিটনেস টেস্ট উতরে গেলেই পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে নাম তুলতে পারবেন ক্রিকেটাররা। পাস মার্ক ১১।
সূত্রঃ স্পোর্টসজোন২৪