রাতে মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি; দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 8, 2020 1,132
রাতে মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি; দেখে নিন সম্ভাব্য একাদশ

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্লে অফ রাউন্ডের শেষ ম্যাচ। মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।


এই ম্যাচের জয়ী দল ১০ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ফলে এই ম্যাচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়াতে নারাজ দুই দলের প্লেয়াররা। ফাইনালের লক্ষ্যে নিজেদের সেরাটাও উজার করে দিতে মরিয়া ডেভিড ওয়ার্নার ও শ্রেয়স আইয়রের দল।


প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসকে উড়িয়ে দিয়ে আগেই ফাইনালে পৌঁছে গেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তারই অপেক্ষা চলছে এখন। এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পেয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।


আইপিএলের আগের ১২ আসরে একবারও ফাইনালে যেতে পারেনি দিল্লি। তাদের সর্বোচ্চ সাফল্য ২০০৯, ২০১২ ও ২০১৯ সালের আসরে তৃতীয় হওয়া। এছাড়া আর মাত্র একবার সেরা চারে উঠেছিল তারা।


দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিচ নরকিয়া।


সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য সেরা একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪