যেসব কারনে এবারের আইপিএল শিরোপা জিতবে হায়দরাবাদ!

ক্রিকেট দুনিয়া November 8, 2020 2,099
যেসব কারনে এবারের আইপিএল শিরোপা জিতবে হায়দরাবাদ!

আইপিএলে এখনো ফাইনাল নিশ্চিত হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। অনেক কষ্টে প্লে-অফ নিশ্চিত করা অরেঞ্জ আর্মিদের ফাইনালে খেলতে হলে আজ জিততে হবে দিল্লির বিপক্ষে। কিন্তু এই ম্যাচে মাঠে নামার আগে কিছু অতীত পরিসংখ্যান বলছে আজ দিল্লিকে হারিয়ে ফাইনালে যাবে ওয়ার্নারের দল। এরপর মুম্বাইকে হারিয়ে শিরোপা জিতবে তারা!


প্রতিবারের নেয় এবারের আইপিএলেও দারুণ খেলছেন ডেভিড ওয়ার্নারের। টস ভাগ্যেও দারুণ সফল তিনি। যে কারণে প্লে-অফ পর্বে নিজেদের প্রথম ম্যাচ অর্থাৎ এলিমিনেটরে টসে জিতে আরেক রেকর্ড গড়েছেন ওয়ার্নার। যে রেকর্ডের মাধ্যমে আবার দেখা দিয়েছে হায়দরাবাদের শিরোপা জেতার সম্ভাবনা।


ম্যাচটিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। আর এর মাধ্যমেই হয়েছে আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ টস জেতার রেকর্ড। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচসহ মোট ১১টি ম্যাচে টস জিতেছেন ওয়ার্নার।


যদিও সমান টস জেতার রেকর্ড আগেও দুইবার হয়েছে। ২০১৭ সালের আসরে ১১ বার টস জিতেছিলেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা। পরের বছর সমান ১১ ম্যাচে কয়েন ভাগ্য ছিল চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পক্ষে। তৃতীয় অধিনায়ক হিসেবে এবার ১১টি টস জিতলেন হায়দরাবাদ অধিনায়ক।


আর এর মাধ্যমেই দেখা দিয়েছে হায়দরাবাদের শিরোপা জয়ের সম্ভাবনা। কেননা কাকতালীয়ভাবে ২০১৭ সালে ১১ টস জেতার আসরে শিরোপা জিতেছিল রোহিতের মুম্বাই এবং পরের বছর ১১ টস জেতার রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই।


উল্লেখ্য, আজ টস জিতলে ধোনি-রোহিতকে ছাড়িয়ে এক আসরে সর্বোচ্চ ১২ ম্যাচে টস জেতার একক রেকর্ড গড়বেন ওয়ার্নার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪